আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল ‘নিহত মামলার আসামি জাবেদ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
গণপিটুনিতে’ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল ‘নিহত হওয়ার’ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি জাবেদ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরো তিন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আশিকুর রহমান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি