আবারও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান
নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডে র্যাংকিংএ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সর্বশেষ র্যাংকিং তালিকা প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাচ ফিক্সিংএর পাওয়া প্রস্তাবের তথ্য গোপন করায় গেল এক বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। গত ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। আগামীকাল বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।
ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার পর র্যাংকিং থেকে তার নাম মুছে ফেলা হয়। তবে নিষেধাজ্ঞা শেষ হবার পর পুনরায় সাকিবের নাম র্যাংকিং তালিকায় তোলা হয়েছে। সেই সাথে র্যাংকিংএর শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব।
৩৭৩ রেটিং নিয়ে র্যাংকিংএর শীর্ষে ফিরেছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব। ৩০১ রেটিং নিয়ে র্যাংকিং তালিকায় দ্বিতীয়স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
কোভিড-১৯ এর কারনে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট কার্যক্রম বন্ধ ছিলো। এই করোনা মূলত সাকিবের জন্য আশীর্বাদ হিসাবেই আসে। কারণ এই নিষেধাজ্ঞার সময় করোনার কারনে আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি খেলা হয়নি। ফলে র্যাংকিংএ সাকিবকে সরিয়ে শীর্ষে উঠার সুযোগ পায়নি ক্রিকেটাররা।