কক্সবাজার ও টেকনাফে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ নিহত ৩
কক্সবাজার শহরে ও টেকনাফে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা সহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে পৃথক বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, শামলাপুর মেরিনড্রাইভ সড়কে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে মানব পাচারকারীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ২ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে কক্সবাজার সৈকতের ডায়বেটিক পয়েন্টে একই সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছৈয়দুল মোস্তফা ভুলু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি