কটিয়াদীতে হাউত উৎসবে মানুষের ঢল
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুরুষ বদিয়া বিলে মাছ ধরার উৎসবে মেতেছেন এলাকাবাসী। বুধবার ভোরের আলো ফুটতে না ফুটতেই উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পুরুষ বদিয়া হাউত উৎসবে শিশু থেকে শুরু করে বয়স্ক মুরুব্বিরাও এই উৎসবে যোগ দেন।
প্রায় ২ হাজার একর জমির এই বিলে পলো, ঠেলা ও ধর্মজাল দিয়ে হাজার হাজার মানুষ মাছ ধরতে আসেন। প্রতি বছর এই দিনে পুরুষ বদিয়া বিলে মানুষের ঢল নামে। অনেকেই শখের বসে হাউত উৎসবে আনন্দের সাথে মাছ ধরতে আসে।
কিন্তু স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় তদারকি না থাকায় কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে নিয়মিত মাছ শিকার করায় এখন আর আগের মতো চাহিদা অনুযায়ী মাছ না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন হাউত উৎসবে আসা সাধারণ মানুষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি