করোনার টিকা নিলেন সেনাপ্রধান
করোনাভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকা নেন।
পরে টিকা নেওয়া শেষে তিনি সবাইকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে টিকা নিতে আহ্বান জানান তিনি।
দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।