করোনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্ব স্বীকৃত: তথ্যমন্ত্রী
করোনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আজ বিশ্ব স্বীকৃত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (২৬ ডিসেম্বর) তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় সক্ষম হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
দলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, আগামীতে দলের নেতৃত্বে ত্যাগী কর্মীরাই আসবেন।