কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহত দুজনের বয়স আনুমানিক (৩৫)।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ১ ঘন্টা বন্ধ ছিল। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে ঢাকা থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কালামপুর এলাকায় পৌঁছালে ঐ ২ জন ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
জানা গেছে, অজ্ঞাত ঐ নারী ও পুরুষ সকাল ১০ টার দিকে ট্রেন রাস্তা দিয়ে হাটাহাটি করছিল। এমন সময় ট্রেনের সাথে কাটা পড়ে ২ জন ঘটনাস্থলে মারা যান। লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন রেলওয়ে পুলিশ।