কিশোরগঞ্জে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও হোসেনপুরে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার সকালে ‘সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি।
মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি