কুমিল্লায় ধর্ষনের পর পুড়িয়ে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত
কুমিল্লায় ধর্ষনের পর পুড়িয়ে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ আউয়াল এ দন্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সদর দক্ষিনের তালেব হোসেন একই গ্রামের নিলুফা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে নিলুফা আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০১১ সালের ২৩ জানুয়ারী রাতে একই গ্রামের আবদুল রহমানর স্ত্রী জোসনা বেগমকে দিয়ে নিলুফাকে ঘর থেকে ডেকে এনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তালেব হোসেন। ৩১ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে তালেব হোসেন ও জোসনা বেগমকে আসামী করে থানায় মামলা করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি