কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কৃষক যাতে ধানের সঠিক মূল্য পায় সে লক্ষ্যে ধান রপ্তানি শুরু করতে যাচ্ছে সরকার। এসময় তিনি বলেন, দেশের একটি শ্রেণি সরকারের সমালোচনা করতেই ধানের দাম নিয়ে বার বার আলোচনায় আসছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি