খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দূর্নীতি মামলার অভিযোগ শুনানি ২৩ জুন
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আবার পেছাল।
খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে কেরানীগঞ্জের কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ জুন দিন ঠিক করেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। দুর্নীতির দুই মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন এখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি