গাজীপুরের কালীগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ী আটক
গাজীপুরের কালীগঞ্জের নারগানা গ্রামে জেসমিন আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত নারী একজন মাদক ব্যবসায়ী।
সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশ জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে স্বামী আল-আমিন ওরফে বাঙ্গি ও জেসমিন মাদক এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেসমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আল-আমিন ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি