চট্টগ্রাম আদালত ভবন এলাকায় নিরাপত্তা জোরদার
চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে কোর্ট হিলের প্রবেশ মুখ ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। আদালত সূত্রে জানা গেছে, কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরার জন্য আদালত ভবনে নিয়ে আসা হয়েছে। জঙ্গিদের হাজিরাকে কেন্দ্র করে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতা অবলম্বনে তল্লাশি চালানো হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, পুলিশের পাশাপাশি র্যাবের টিমও রয়েছে আদালত ভবন এলাকায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি