চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরসহ ১২ জনের রিমান্ড মঞ্জুর
গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকা থেকে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমিরসহ ১২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ও অস্ত্র মামলায় অসামীদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ আগস্ট রাতে আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি