চন্দনাইশে স্থগিত থাকা দুটি কেন্দ্রের উপজেলা পরিষদ নির্বাচন ১৩ জুন
চন্দনাইশ উপজেলায় স্থগিত থাকা দুটি কেন্দ্রের উপজেলা পরিষদ নির্বাচন ১৩ জুন অনুষ্ঠিত হবে।
গত ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এরপর গত ২২ মে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্থগিত এ দুটি কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি