চুয়াডাঙ্গায় শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসানের প্রথম টিকা গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় এ কার্যক্রম।
জেলা সিভিল সার্জনের পর জেলা সদর ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে ৪২০ জন ব্যক্তি টিকা নেন।
জানা যায়, এ পর্যন্ত জেলায় ১ হাজার ৮১৬ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
এছাড়া টিকা প্রদানের পর মানবদেহে কোন বিরুপ প্রতিক্রিয়ার দেখা দিলে তা পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।