জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমে সংস্কার প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী
জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার রাজধানীর একটি হোটেলে জেসিআই বাংলাদেশ ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘তারুণ্যের ভাবনা-প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, নিয়ম ও আইনের বেড়াজালে অনেক কিছুই সময় মতো করা যায় না। বিভিন্ন বন্দর থেকে আসা রাজস্ব এনবিআরে না গিয়ে অন্য উপায়ে সরাসরি সরকারি কোষাগারে আনার ব্যবস্থা করতে হবে। পুরাতন আমলের আইন সংস্কার করা দরকার বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি