‘জেল হত্যা মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে আনার কাজ চলছে’
জেল হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় চার নেতা হত্যার পেছনে বড় ধরনের একটি ষড়যন্ত্র ছিল উল্লেখ করে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যারা এ ঘটনারর সঙ্গে জড়িত ছিল, তাদের সবার মুখোশ উন্মোচন করা হবে।
তিনি বলেন, জাতীয় চার নেতা হত্যা যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার কাজ করছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি