টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ রোহিঙ্গা ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাশের শালবন পাহাড়ে এই ঘটনা ঘটে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন এবং বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলেও তিনি জানান।
এই র্যাব কর্মকর্তা বলেন, নিহতদের একজন ‘জকির বাহিনীর প্রধান’ মোহাম্মদ জকির। নিহত অপর দুই ডাকাতের নাম হামিদ ও জহির।