ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজমিন খান ও আমির হোসেন রিয়াজ।
জানা গেছে, সকালে দুজন ঘুরতে বের হয়েছিলেন। ফেরার পথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কার দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি