দেশে ফিরলেন সাকিব
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেন সাকিব। শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে টুর্নামেন্টের মাঝপথে ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই সাকিব হঠাৎ চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই শ্বশুরের মৃত্যুর দুঃসংবাদ পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।