নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্লকের দাবিতে মানববন্ধন
বরগুনায় নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্লকের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১১ টায় বদরখালী ইউনিয়নের বিষখালি নদীর তীরে কয়েক হাজার পরিবার এ মানববন্ধনে অংশ নেয়। স্থানীয়রা জানায়, পাতাকাটা, কাটাখালি, বিশখালী নদীর গ্রাসে ভূমিহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। মানববন্ধন থেকে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেন তারা। ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি