প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে শিবগঞ্জ পৌরসভা
প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা। পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলিসহ সকল সড়ক। করোনা আর শীতকে পেছনে ফেলে এগিয়ে চলেছে সকল প্রার্থীদের সমর্থনে প্রচার-প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
পাড়া কিংবা মহল্লা, হোটেল কিংবা রেস্তোরাঁ এমনকি চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা, জল্পনা এবং কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালানো হচ্ছে প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা।
অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়ার অঙ্গীকার করে নৌকার প্রার্থী বর্তমান মেয়র ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর সাবেক মেয়র বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিনও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঘুরছেন এলাকায় এলাকায়। এদিকে স্থানীয় ভোটাররা বরাবরের মতই চাচ্ছেন উন্নয়নমুখী মেয়র।
তবে শীতকে উপেক্ষা করে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
এদিকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
উন্নয়নের ধারাবাহিকতা যে প্রার্থী অব্যাহত রাখতে পারবে সেই প্রার্থীকেই ভোটাররা ভোট দিবে বলে মনে করেন সচেতন মহল। ৩য় ধাপে শিবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এ পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ১৮ হাজার ৫ জন ভোটার রয়েছে।