ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য
প্রথম দেশ হিসেবে নাগরিকদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য।আজ ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কাজ করবে এই ভ্যাকসিনটি। এটা এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে।
যুক্তরাজ্য ইতিমধ্যে ৪ কোটি টিকার ওর্ডার পেয়েছে। দুই ডোজ হিসেবে ২ কোটি মানুষকে এ টিকা দেয়া যাবে। তবে দ্রুতই ১ কোটি টিকার ডোজ দেয়া সম্ভব হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি