‘বঙ্গভ্যাক্স’ অনুমোদন পেলে রপ্তানিও করা যাবে: তথ্যমন্ত্রী
গ্লোব বায়োটেকের করোনার সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ আনুষ্ঠানিক অনুমোদন পেলে শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি করা যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে, সচিবালয়ে ভ্যাকসিনটির সর্বশেষ অগ্রগতির বিষয়ে একথা জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে। অনুমতি পেতে এরইমধ্যে বিএমআরসিতে আবেদন করা হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, এই ভ্যাকসিন খুবই নিরাপদ হবে বলে জানিয়েছেন গবেষকরা।