বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
বরিশালের উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাজ্জাক মোল্লা (৭০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত রাজ্জাক মোল্লা তার জমিতে কৃষিকাজ করতেন। গতকাল সন্ধ্যার সময় রাজ্জাক মোল্লা মুন্ডুপাশা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও রাজ্জাক মোল্লা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাজ্জাক মোল্লার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।