বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে, তা আবারো প্রমাণ হলো: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে, তা আবারো প্রমাণ হলো বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বিকেলে দেশে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি।
প্রথম করোনার ভ্যাকসিন নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স বেরোনিকা কস্তার দেহে টিকা প্রয়োগের মাধ্যমে টিকাদান শুরু করা হয়। দ্বিতীয় ব্যক্তি হিসেবে টিকা নেন ড. আহমেদ লুৎফুল মোবেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকা গ্রহণ করেন।
এসময় করোনার এই ভ্যাকসিনের মাধ্যমে দেশবাসী করোনামুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, তিন কোটি ৪০ লাখ ডোজ কেনা হয়েছে। এরপর এগুলো সময়মতোই আসতে থাকবে। কোনো সমস্যা হবে না।