বিটিআরসি’র চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে কমিশনার নিয়োগ দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা এবং সব সুবিধাদিসহ একই আইনের ৭ (১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।
শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।
চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান কারী এই কর্মকর্তা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি