ব্যবসায়ী মঙ্গল সরদারকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের মুকসুদপুড়ে ব্যবসায়ী মঙ্গল সরদারকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়েছে। জলিরপাড় ও ননীক্ষীর ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।
আজ শুক্রবার সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাজারে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় মঙ্গল হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লেকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রনি আহমেদ,ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, ননীক্ষীর ইউপি চেয়ারম্যাম আসাদুজ্জামান মিনা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা দ্রুত মঙ্গল হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবী জানায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এ কর্মসূচীতে নিহতের পরিবারের সদস্যসহ শত শত গ্রামবাসী অংশ নেন।