ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে নিহত বেড়ে ১৪
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছের ১৭০ জন।
এদিকে, উত্তরাখন্ডের একটি সুড়ঙ্গ থেকে ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ।
বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, ভেসে গেছে পাঁচটি ব্রিজ। এছাড়া পুরোপুরি বিধ্বস্ত হয়েছে রিশিগঙ্গা পাওয়ারপ্ল্যান্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী-এনডিআরএফ। টুইট বার্তায় ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।