ভূঞাপুরে শিশু অপহরণের পর হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের ভূঞাপুরে শিশুকে অপহরণের পর হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে দণ্ডিত আসামিরা শিশু সয়নকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে হত্যা করে। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।