মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
আগে পুনর্বাসন, পরে অধিগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে ‘মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ’ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে।
মহেশখালীতে বাস্তবায়নাধীন সকল প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষের ভূমির ন্যায্যমূল্য প্রদান ও দুর্নীতি বন্ধসহ ৮ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ফজলে আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. ছিদ্দিক। সভায় বক্তারা সংগঠনের ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি