বিদেশি মিডিয়ার স্লট ভাড়া করে দেশবিরোধী অপপ্রচার করছে একটি চিহ্নিত চক্র: তথ্যমন্ত্রী
অসত্য ও ভুল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও মিডিয়ায় প্রচার করে একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল এই চক্রটিই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের এগিয়ে চলা যাদের পছন্দ হচ্ছে না তারাই এই ষড়যন্ত্রকারী উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, যখন সবাই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, বিদেশে সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, যখন পাকিস্তানকে আমরা পেছনে ফেলেছি ঠিক তখন একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । সেই চক্রের নেতৃত্বে অনেকেই রয়েছেন, যাদের মধ্যে দেশের একজন স্বনামধন্য আইনজীবীর ইহুদি মেয়ে জামাইও রয়েছেন। যারা দেশে ঘৃণিত, বর্জিত, ধিক্কৃত তারা এখন নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা তারই প্রমাণ।