যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মশা: এলজিআরডি মন্ত্রী
রাজধানী ঢাকার মশা অসহ্য ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তবে কিউলেক্স মশার উপদ্রব অতীতের তুলনায় কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে, সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা পর্যালোচনা সভার শুরুতে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ঢাকা সিটিকে শুধু বসবাসের জন্য নয়, বিনোদনের নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সভায় দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।