শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে: শিক্ষামন্ত্রী
দেশের সব শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাহলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আর কোনো বাধা থাকবে না।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান শেষে একথা জানান মন্ত্রী।
এসময় তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারির পর স্কুল খোলা সম্ভব হলে, মে মাসে এসএসসি পরীক্ষা নেয়া হবে। একইসাথে, ২০২২ সালের এসএসসি, এইচএসসির সিলেবাস কমছে বলেও জানান শিক্ষামন্ত্রী ।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসির জন্য ৬০ কর্মদিবস ও এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসে শেষ করা যাবে, এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে।
শিক্ষার্থীদের বিষয়ে ঝুঁকি নিতে চাননি জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাবর্ষের ঘাটতি যতোটা সম্ভব কমানো হবে।