শেরপুরে মায়ের বিরুদ্ধে ৭ মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ
শেরপুর শহরের নৌহাটা মহল্লায় সাত মাস বয়সী শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা নুরুন্নাহার বেগম পলাতক রয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে বাসার পাশে একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শহরের নওহাটা মহল্লার আবু সামার স্ত্রী নুরুন্নাহার বেগম। সাত মাস বয়সী আরাফাত তাহসিনের জন্মের পর থেকেই অসংলগ্ন আচরণ করতেন তিনি। শিশুটিকে লালন-পালন করতেন তার বড় বোন আফসানা শ্রাবনী। নুরুন্নাহার শিশুটিকে কাছে আসতে দিতো না।
গতরাতে নুরুন্নাহার তার ছেলেকে নিয়ে হত্যা করে বা হত্যার উদ্দেশ্য পার্শ্ববর্তী শাহ আলমের পুকুরে ফেলে পালিয়ে যায়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি