সস্ত্রীক করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। আগেরদিন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।
চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে তারা দুজন বাসাতেই আছেন এবং শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এদিকে, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও করোনা শনাক্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি