সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব: বিজিবি মহাপরিচালক
কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
রোববার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছর বিজিবি দিবস পালন করা হচ্ছে না করোনার জন্য। তাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই দিবস উদযাপন করা হচ্ছে।
তিনি বলেন, মহামারির এই পরিস্থিতিতেও আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা পদ্মা-মেঘনা-যমুনা ইছামতি নদীর পাশের জেলেদের ১০০ নৌকা দিয়েছি।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বিজিবিও তাল মিলিয়ে সময় উপযোগী করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সদস্যদের নতুন নতুন অনুশীলন ও প্রশিক্ষণ করতে হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি