৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেননা স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার সব ধরনের নির্দেশনা ছিল এই ভাষণে।
আজ রবিবার বিকেলে ৭ মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল সর্বস্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। সেদিনের ডাকেই নিরস্ত্র বাঙালি হয়ে উঠেছিল একেকজন অকুতোভয় যোদ্ধা। অথচ এ ভাষণ এক সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল। আজ সেই ভাষণ জাতিসংঘের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।