অকাস চুক্তি নিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি; ফ্রান্সের রাষ্ট্রদূত প্রত্যাহার
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যকার নিরাপত্তা চুক্তি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এরই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ফ্রান্স।
শুক্রবার, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নিরাপত্তা চুক্তিকে ‘পিছন থেকে পিঠে ছুরিকাঘাত’ বলে উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট এ সিদ্ধান্তের কথা জানান।
মিত্র দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর ঘটনা খুবই বিরল হলেও ১৭৭৮ সালের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ফ্রান্স। তবে, এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের পদক্ষেপ হতাশাজনক হলেও সামনের দিনগুলোতে দুই দেশ নিজেদের মধ্যকার মতপার্থক্য কাটিয়ে উঠতে কাজ করবে। অকাস চুক্তিকে দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে দেখছে বিশ্বের অনেক দেশই।