অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত

৩০৩

সব প্রস্তুতি সম্পন্ন করে অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহম্মেদ।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, বরিশালে ১০টি কেন্দ্রে, রাজশাহী ও সিলেটে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এছাড়া, কক্সবাজার পৌরসভা নির্বাচনেও ৩টি ইভিএম ব্যবহার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like