অক্টোবর থেকে আবারো টিকা রপ্তানির ঘোষণা ভারতের
ছয় মাস বন্ধ রাখার পর অক্টোবর থেকে আবারো করোনা টিকা রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে ভারত।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া সোমবার, দিল্লিতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তিনি জানান, দেশের মানুষকে প্রয়োগের পর উদ্বৃত্ত টিকার রপ্তানি এবং অনুদান আগামী মাসে শুরু হবে। এর আগে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খেতে হয় ভারতকে। এরপরেই এপ্রিলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। ফলে, বাংলাদেশসহ বিপাকে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ।
পরে, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের সবাইকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এবং এরইমধ্যে দেশটির প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ টিকার অন্তত একটি ডোজ পেয়ে গেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগের দিন টিকা রপ্তানিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো দেশটি।