অক্সিজেন এলাকায় কওমি মাদ্রাসা থেকে হাবিবুর রহমান নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরের অক্সিজেন এলাকায় কওমি মাদ্রাসা থেকে হাবিবুর রহমান নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, বুধবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পায়ে ক্ষত ছিল। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। এদিকে আজ বিক্ষুব্ধ এলাকাবাসী আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া নামের ওই মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানান অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আনেন। তাদের দাবি ওই ছাত্রকে হত্যা করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি