অগ্নিদগ্ধ হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৪৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে রান্না করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।
নিহত দগ্ধ বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূ শেফালী বেগম বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।