অঙ্কুশকে ‘নোংরা’ বললেন শুভশ্রী!

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলি। এক দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব তাদের। রুপালি পর্দায় দর্শকের কাছে বেশ জনপ্রিয় এ জুটি। সিনেমার সেট কিংবা রিয়েলিটি শোয়ের মঞ্চ সবখানেই সদ্ভাব বজায় রাখেন টালিপাড়ার এই দুই অভিনয়শিল্পী। কিন্তু হঠাৎ কী এমন হলো যে প্রিয় বন্ধুকে সরাসরি ‘নোংরা’ বলে আখ্যা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী!

সম্প্রতি ভারতীয় একটি রিয়েলিটি শোয়ে অভিনেত্রী শুভশ্রী থাকছেন বিচারকের আসনে এবং সঞ্চালনায় রয়েছেন অঙ্কুশ। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই দেখা গেল এক অন্য দৃশ্য। সারা গালে চিজ মাখিয়ে খাবার খাচ্ছেন অভিনেতা।

ইনস্টাগ্রামে দুই বন্ধুর খুঁনসুটির এক ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। মূহুর্তে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নায়িকা অঙ্কুশকে বলছেন, ‘ইস, এভাবে কেন খাচ্ছিস? এত নোংরা কেন তুই?’

টালিউডের নায়ককে হয়তো আগে কখনও এরুপে দেখেননি তিনি। অঙ্কুশ অবশ্য একটুও লজ্জিত নন, কারণ মজার ছলেই তিনি এটি করেছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা স্পষ্ট যে, এই তারকা জুটির বন্ধুত্ব কতটা মজবুত।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় করোনার আগেই একটি সিনেমাতে অভিনয় করেছিলেন শুভশ্রী-অঙ্কুশ জুটি। বাবা যাদবের এই সুপার ন্যাচারাল থ্রিলার এখনো মুক্তি পায়নি। ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে দেখা গেছে এই তারকা জুটিকে।

এদিকে নায়িকা শুভশ্রীকে শেষ দেখা গিয়েছিল ‘ড. বক্সী’ সিনেমাতে। তবে খুব শীঘ্রই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফরমে ডেবিউ করতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

You might also like