অতিরিক্ত ভাড়া আদায়ে ৫টি বাস কোম্পানীকে জরিমানা- ভ্রাম্যমাণ আদালত

১২২

ঈদের এক সপ্তাহ পরেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন রুটের পাঁচটি বাসকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার নগরীর কর্নেলহাট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক। তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কর্নেলহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন রুটের পাঁচটি বাস কোম্পানীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি এগুলোকে সতর্কও করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি
You might also like