অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ

১২২

নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

২৫ নভেম্বর বেলা দুপুরে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক আন্জুমান আরা এর কাছ থেকে ম্যশের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সুবাস চন্দ্র বোস ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: মোহাম্মাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো: জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, আওয়ামীলীগ নেতা সাইফ হাফিজুর রহমানখোকন, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক এ্যাড: ওমর ফারুক , প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, পৌর কাউন্সিলর কাজী জহির, ,ছাত্রলীগ,যুবলীগ,স্বোচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like