অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১১৩

ঝালকাঠিতে অধ্যক্ষের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দুপুরে ঝালকাঠি থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ‘তেরোয়ানা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেনের বাসায় চার বছর ধরে পড়ালেখার পাশাপাশি গৃহকর্মীর কাজ করতো ভুক্তভোগী। গত ১৫ আগস্ট অধ্যক্ষর বাসায় কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন তিনি। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like