অনন্ত-বর্ষার সিনেমায় প্রকাশ পেল ইমরানের গান
ঢাকাই ছবির আলোচিত জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এ জুটির নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’।
প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়েছে সিনেমাটি নির্মাণ করতে। ইরানের সাথে যৌথ প্রযোজনায় বাংলাদেশি প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সিনেমায় অনন্ত’র নায়িকা বর্ষা। ছবিটি নির্মাণ করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
সম্প্রতি ইমরান মাহমুদুলের ‘তোকে রাখব খুব আদরে’ শিরোনামের নতুন একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি অনন্ত-বর্ষা জুটির সিনেমা ‘দিন: দ্য ডে’র। ইমরানের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা।
‘তোকে রাখবো খুব আদরে’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল।
আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘দিন: দ্য ডে’। ইরানের দারুণ সব লোকেশনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও ছবিটির নায়িকা বর্ষা।