অনুমোদন না দেয়া পর্যন্ত চিটাগাং শপিং কমপ্লেক্স সম্প্রসারণের কাজ বন্ধ রাখার নির্দেশ
অনুমোদন না দেয়া পর্যন্ত চিটাগাং শপিং কমপ্লেক্স সম্প্রসারণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন ।
গতকাল নগরভবনে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এ সময় আলো-বাতাস চলাচল, পার্কিং প্লেস ও প্রশস্ত রাস্তার ব্যবস্থাসহ শপিং কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনাও দেন প্রশাসক।
বৈঠকে দোকানদারদের আপত্তিগুলো খতিয়ে দেখতে সিডিএ, চুয়েট, সিটি কর্পোরেশন ও প্রকৌশলীর সমন্বয়ে টিম গঠন করে নির্মাণকাজে ত্রুটি আছে কিনা যাচাই করে প্রতিবেদন দেয়ার জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি